EUR/USD পেয়ারের 5-মিনিটের চার্টের বিশ্লেষণ
বুধবার স্থানীয় পর্যায়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখার চেষ্টা করা হয়েছিল, যা দৈনিক টাইমফ্রেমে একটি ফ্ল্যাট প্যাটার্নের মধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা নির্দেশ করে। তবে, এই পেয়ারের মূল্য আবারও এই রেঞ্জ থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। সোমবার, মঙ্গলবার বা বুধবার ইউরোর মূল্যের শক্তিশালী বৃদ্ধির জন্য কোনো মৌলিক কারণ ছিল না, কারণ অর্থনৈতিক প্রেক্ষাপটে তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না, শুধুমাত্র কিছু স্বল্প গুরুত্বসম্পন্ন ইভেন্ট ছিল।
এই পেয়ারের মূল্য এখনও একটি সংকীর্ণ রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যা নিচের দিকে একটি ট্রেন্ড লাইন থেকে সমর্থন পাচ্ছে, যা ধারাবাহিকভাবে শক্তিশালী সাপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে, এবং উপরের দিকে 1.0524 লেভেল আরও ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনাকে সীমাবদ্ধ রেখেছে। তবে, এই রেজিস্ট্যান্স লেভেল অনির্দিষ্টকালের জন্য ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা এখনও আশা করছি যে ট্রেন্ড লাইনটি শেষ পর্যন্ত ব্রেক করে মূল্য নিচের দিকে যাবে, যার ফলে ইউরোপীয় কারেন্সির আরও দরপতন হবে, যার ফলে সম্ভবত ব্রিটিশ পাউন্ডেরও দরপতন হতে পারে।
টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, বুধবারের পর থেকে সার্বিক পরিস্থিতির কিছুই পরিবর্তন হয়নি। স্থানীয় পর্যায়ে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, তবে এর নির্দিষ্ট সমাপ্তির সময় এখনও স্পষ্ট নয়। যেহেতু কারেকশনটি দৈনিক টাইমফ্রেমে হচ্ছে, তাই এটি সম্পূর্ণরূপে সমাধান হওয়ার আগে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে একাধিক স্বল্পমেয়াদী প্রবণতা দেখা যেতে পারে। কারেকশন প্রক্রিয়াটি কখন শেষ হবে তা নিশ্চিত নয়, তবে এটি মনে রাখা জরুরি যে ইউরোর যেকোনো মূল্য বৃদ্ধি শুধুমাত্র একটি কারেক্টিভ মুভমেন্ট।
বুধবার পাঁচ-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, তবে মার্কেটে এখনও অস্থিরতার মাত্রা কম রয়েছে। প্রথমে, রাতের বেলা মূল্য 1.0524 লেভেল থেকে বাউন্স করেছিল, এবং পরে, মার্কিন সেশন চলাকালীন সময়ে মূল্য কিজুন-সেন লাইনে পৌঁছায় এবং সেখান থেকে পুনরায় বাউন্স করে। দিনের শেষে, ইউরোর মূল্য আবার 1.0524 লেভেলে ফিরে আসে। রাতের সেল সিগন্যালে ট্রেড করা কঠিন ছিল, কারণ ইউরোপীয় সেশন শুরুর সময় মূল্য ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়েছিল। ক্রিটিক্যাল লাইনের কাছাকাছি গঠিত বাই সিগন্যালটি তুলনামূলকভাবে আরও বেশি কার্যকর ছিল, যদিও আগের দিনের তুলনায় কিজুন-সেন লাইনের অবস্থান পরিবর্তিত হয়েছিল।
COT রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ COT রিপোর্টে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল। তবে, সম্প্রতি মার্কেটে বিক্রেতারা প্রাধান্য বিস্তার করেছে। তিন মাস আগে, প্রফেশনাল ট্রেডারদের ওপেন করা শর্ট পজিশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে দীর্ঘ সময় পর প্রথমবারের মতো নিট পজিশন নেগেটিভ হয়েছে। এই প্রবণতা এই ইঙ্গিত দেয় যে ইউরো ক্রমাগত বিক্রির চাপে রয়েছে এবং মার্কেটে বিয়ারিশ প্রবণতা বিরাজ করছে।
বর্তমানে, ইউরোর শক্তিশালী হওয়ার পক্ষে কোনো মৌলিক কারণ নেই। সাপ্তাহিক টাইমফ্রেমে যে ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যাচ্ছে, তা খুবই ক্ষুদ্র এবং শুধুমাত্র একটি করেকশন বলে মনে হচ্ছে। এই কারেন্সি পেয়ারের মূল্যের কারেকশন কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস পর্যন্ত চলতে পারে, তবে এটি গত ১৬ বছর ধরে চলমান দীর্ঘমেয়াদী নিম্নমুখী প্রবণতার পরিবর্তন ঘটাবে না।
বর্তমানে, COT রিপোর্টের লাল এবং নীল লাইনগুলো পরস্পরকে অতিক্রম করেছে এবং অবস্থান পরিবর্তন করেছে, যা মার্কেটে বিয়ারিশ প্রবণতা নির্দেশ করছে। সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, "নন-কমার্শিয়াল" গ্রুপের মধ্যে লং পজিশনের সংখ্যা ৪,৭০০ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে শর্ট পজিশনের সংখ্যা ৮,২০০ কমেছে। এর ফলে নিট পজিশনের সংখ্যা ১২,৯০০ কন্ট্রাক্ট বৃদ্ধি পেয়েছে; তবে, এই পরিবর্তন সামগ্রিক বাজার পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।
EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, স্থানীয় পর্যায়ে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। ফেডারেল রিজার্ভ সম্ভবত 2025 সালে মাত্র এক বা দুইবার সুদের হার কমাবে, যেখানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আরও বেশ কয়েকবার সুদের হার কমাবে বলে সম্ভাবনা রয়েছে, তাই মাঝারি মেয়াদে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, স্বল্পমেয়াদে আমরা আরও এক বা দুইবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পারি, কারণ দৈনিক টাইমফ্রেমে কারেকশন শেষ হতে দীর্ঘ সময় নিতে পারে এবং এটি বেশ জটিল হতে পারে। ইউরোর দর বৃদ্ধির জন্য এখনও কোনো মৌলিক কারণ নেই। এটির মূল্য যে মাঝে মাঝে যে বৃদ্ধি পাচ্ছে, তার 80% টেকনিক্যাল কারণে হচ্ছে।
২৭ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ট্রেডিং লেভেলগুলো হল 1.0124, 1.0195, 1.0269, 1.0340-1.0366, 1.0461, 1.0524, 1.0585, 1.0658-1.0669, 1.0757, 1.0797, 1.0843, পাশাপাশি সেনকৌ স্প্যান B লাইন (1.0403) এবং কিজুন-সেন লাইন (1.0480) লাইন রয়েছে। ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলায় অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় এটি বিবেচনায় নেওয়া উচিত। যদি মূল্য সঠিক দিকে ১৫ পয়েন্ট অতিক্রম করে, তাহলে সম্ভাব্য লোকসান থেকে সুরক্ষা পেতে ব্রেক ইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না, কারণ সিগন্যাল ভুল প্রমাণিত হলে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার, ইউরোজোনে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইভেন্ট নির্ধারিত নেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সপ্তাহের প্রথম গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। এর মধ্যে রয়েছে দেশটির চতুর্থ প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান এবং টেকসই পণ্য অর্ডার সংক্রান্ত প্রতিবেদন। উভয় প্রতিবেদনই মার্কেটে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
চার্টের সূচকসমূহের বর্ণনা:
- মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
- কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
- এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
- হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
- COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।